আমি জানি তুমি ওষ্ঠ রেখেছো অনেক ঠোঁটে;

আমি জানি তুমি ওষ্ঠ রেখেছো অনেক ঠোঁটে;

তুমি জানো আমি ওষ্ঠ রেখেছি অনেক স্তনে।
তবুও তোমার দুই নীল চোখে পদ্ম ফোটে,
সুদূর কোকিল ডাকে বারবার আমের বনে।

আমি জানি তুমি বহুজনকেই দিয়েছো দেহ,
আমিও বেঁধেছি বহু পল্লরী আলিঙ্গনে।
কেউবা পুলক দিয়েছে তোমাকে, দেয় নি কেহ,
আমাকেও ঠিক তেমনি দিয়েছে অনেকজনে।

কিন্তু আমরা আজ সন্ধ্যায় বাসছি ভালো,
কাঁপছি দুজনে আলিঙ্গন ও আবেগে ঘেমে।
আমাদের দুই বুকের ভেতরে মেরুর আলো,
মনে হয় আজই পড়ছি আমরা প্রথম প্রেমে।

আমরা দুজন আসি নি তো ভেসে যুগল স্রোতে,
বহুজনকেই বলেছি আমরা, 'প্রিয়তম, ভালবাসি।'
বহু শয্যায় গিয়েছি আমরা জড়িয়ে শুতে,
তবুও আমরা প্রথম প্রেমে আজ যাচ্ছি ভেসে॥

- হুমায়ুন আজাদ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একটি ছেলে যখন মিথ্যা বলে তখন বোঝা

চোখের পানিই একমাত্র তরল পদার্থ যার

ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য