একমাত্র তরল পদার্থ যার মধ্যে সুখ

 একমাত্র তরল পদার্থ যার মধ্যে সুখ দুঃখের জীবন্ত 

অনুভূতি মিশানো থাকে। কিন্তু এই তরল পদার্থের কোনো 

আলাদা রং হয় না। সুখের পানির রং ও 

একই আর কষ্টের পানির রং ও একই। 

তবে শুধু অনুভূতিটা আলাদা। 

..–শূন্য আকাশের ঘুড়ি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

একটি ছেলে যখন মিথ্যা বলে তখন বোঝা

চোখের পানিই একমাত্র তরল পদার্থ যার

ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য